আড়াইহাজারে বঙ্গবন্ধু স্মরণে দোয়া মাহফিল

মো: ফেরদৌস রহমান, ( আড়াইহাজার) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের স্মরণে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজারে একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ।
রবিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংসদ বাবু বলেন, " বঙ্গবন্ধু ও তার পরিবারের এই দেশের জন্য যে বিসর্জন দিয়েছে তা মুছে যাওয়ার মতো না। বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস, একটি স্বাধীন দেশের ইতিহাস, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তাঁর পরিবারের প্রতি সবসময় বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলছে উন্নয়নের অগ্রযাত্রা। সকলের সহযোগিতা থাকলে আমরা উন্নয়নের পথে সফল হবো। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া চাই।"