South east bank ad

সেন্টমার্টিনে পানির ড্রামে সোয়া লাখ ইয়াবা, আটক ৫

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন   |   সারাদেশ

সেন্টমার্টিনে পানির ড্রামে সোয়া লাখ ইয়াবা, আটক ৫
বিডিএফএন লাইভ.কম

মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালান বাংলাদেশে পাচারকালে মাছ ধরার নৌকা ও ইয়াবার একটি বড় চালানসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

আটক কারবারিরা হলো- আব্দুল মোতালেবের পুত্র মহিদুল ইসলাম, সালেহ আহামেদের পুত্র আবুল হোসেন, নুর মোহাম্মদের পুত্র মো. আবুল কাশেম, আবু তাহেরের পুত্র মো. ফজলে করিম ও ইয়াকুব আলীর পুত্র মনুর আলী। তারা সকলে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর গ্রামের বাসিন্দা।

গতকাল ১৬ মার্চ (বুধবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড স্টেশান কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মার্চ রাতে মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে কৌশলে অবস্থান নেয় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল। 

কোস্ট গার্ডের অবস্থান বুঝতে পেরে মাদক কারবারিরা নৌকা ঘুরিয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে। এক পর্যায়ে নৌকাটিকে নিজেদের আয়ত্বে নিয়ে নেন এবং নৌকায় থাকা পাঁচ ব্যক্তিকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়। 

পরে জব্দকৃত নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আব্দুর রহমান বলেন, উদ্ধারকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত কাঠের নৌকাসহ আটক পাঁচ কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
BBS cable ad