রাজবাড়ীতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক লার্নি সেশন

রাজবাড়ীতে গতকাল রোববার ১৩ জুন ২০২১ইং তারিখ সকাল ৯টা ২০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে লার্নি সেশনের আয়োজন করা হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই লার্নি সেশনের আয়োজন করা হয়।লার্নি সেশনের বিষয় ছিল সরকারি পাওনা আদায় আইন ১৯১৩ নিয়ে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও জেনারেল সার্টিফিকেট অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী।
অনুষ্ঠানে সার্টিফিকেট জারি করার পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। ধারা-১৪-এর ক্রোক ও বিক্রয়, ডিক্রি ক্রোক, গ্রেফতার করে জেল খানায় আটক অথবা যেকোনো এক বা একাধিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।