শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জে উদ্ভাবনী উদ্যোগ পাইলটিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৪:৫১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মানিকগঞ্জে উদ্ভাবনী উদ্যোগ পাইলটিং নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জে গত শনিবার জেলা পর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ পাইলটিং (ইনোভেশন শোকেসিং)-এর দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয় ।
জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের ইনোভেশন, সেবাসহজীকরণ প্রক্রিয়া, বিভিন্ন ক্লাব অথবা সংগঠনের উদ্ভাবন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনসমূহ প্রদর্শিত হয়।
একই সঙ্গে বিকেল তিনটা থেকে ইনোভেশনের ওপর কর্মশালারও আয়োজন করা হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সভাপতিত্ব করেন  মানিকগঞ্জের সার্বিক বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।
আলোচক হিসেবে আলোচ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান, অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ এবং মো. ফারুক হোসেন, প্রিন্সিপাল, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,  মানিকগঞ্জ।
মানিকগঞ্জে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীমণ্ডলী  উপস্থিত ছিলেন। 
কর্মশালা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরন করা হয়।
BBS cable ad