শহিদদের স্মরণে উত্তর ইসলামপুরে টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনকাজ উদ্বোধন

১৯ জুলাই সকাল ১০.০০ ঘটিকায় মুন্সীগঞ্জের মাটিতে শাহাদাত বরণকারী শহিদদের স্মরণে উত্তর ইসলামপুরে ০৩ (তিন) টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনকাজ উদ্বোধন করা হয়।
অতঃপর সকাল ১১.০০ ঘটিকায় সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে মুন্সীগঞ্জের অকুতোভয় শহিদদের স্মৃতি রক্ষার্থে শহিদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদগণের স্মরণে "এক শহিদ, এক বৃক্ষ" কর্মসূচির আওতায় ১৪ টি সোনালু (Cassia fistula) বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাগণ।