শিরোনাম

South east bank ad

নেত্রকোণার কলমাকান্দায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৫:৩০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নেত্রকোণার কলমাকান্দায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত
সম্প্রতি নেত্রকোণা জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে  অনলাইন প্লাটফর্মে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় ভারত-বাংলাদেশ সীমানায় বিজিবি নজরদারি বৃদ্ধি করা, ভারত থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, করোনা প্রতিরোধে ব্যাপক প্রচারণা, মাইকিং, মাস্ক পরিধান নিশ্চিত করা,  কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা, যানবাহনে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আক্রান্তদের সেবাদাতা ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আবশ্যকভাবে টেস্টের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।  
সভায় নেত্রকোণার সিভিল সার্জন, সিও, বিজিবি ; অতিরিক্ত পুলিশ সুপার, কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার, পরিষদ চেয়ারম্যান,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তাসহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad