শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর ত্রান অস্বচ্ছলদের মাঝে বিতরণ করলো নরসিংদীর জেলা প্রশাসন

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৮:০৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর  ত্রান  অস্বচ্ছলদের মাঝে বিতরণ করলো নরসিংদীর জেলা প্রশাসন
 প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ হতে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলার অসচ্ছল পুরোহিত ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল  উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনা দুর্যোগে দৃঢ় নেতৃত্বের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মমতার পরশ সর্বত্র ছড়িয়ে দিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল জনসাধারণের হাতে তুলে দিতে পেরে জেলা প্রশাসন গৌরবান্বিত হয়েছে মর্মে উল্লেখ করেন। এসময় করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০ অসহায় ব্যক্তি/ পরিবারের মাঝে মোট ১,৫১,৫০০ টাকা এবং ৭২ জন অসচ্ছল পুরোহিতের মাঝে ১,৪৪,০০০ টাকা অনুদান বিতরণ করা হয়।
BBS cable ad