শিরোনাম

South east bank ad

পরিবার নিয়ে ঠাকুরগাঁওয়ে সৌজন্য ভ্রমণ গেলেন রংপুর জেলা প্রশাসক

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৭:৪৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

পরিবার নিয়ে ঠাকুরগাঁওয়ে সৌজন্য ভ্রমণ গেলেন রংপুর জেলা প্রশাসক
রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান গতকাল শুক্রবার  ২০২১ইং তারিখে পরিবার নিয়ে ঠাকুরগাঁওয়ে সৌজন্য ভ্রমণে যান। তিনি তার পরিবার নিয়ে ঠাকুরগাঁওয়ে এলে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান তাকে । 
জেলা প্রশাসক মো. আসিব আহসানকে জেলা প্রশাসন ঠাকুরগাঁও কর্তৃক বাস্তবায়িত- ১. সূর্যপুরী শিশু কানন, ২. মুজিববর্ষ চত্বর, ৩. ডিসি পর্যটন পার্ক, ৪. অদম্য বাংলাদেশ কর্নার, ৫. অদম্য মাল্টিপারপাস হল, ৬. মালটা বাগান, ৭. শাপলা চত্বর এবং নির্মাণাধীন সুবর্ণ জয়ন্তী চত্বর ঘুরিয়ে দেখান। পরে জেলা প্রশাসক তাকে ইএসডিও পরিচালিত লোকায়ন জীব বৈচিত্র্য যাদুঘর ঘুরিয়ে দেখান। 
জেলা প্রশাসক রংপুর জেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে বাস্তবায়িত প্রকল্পগুলো দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং লোকায়ন যাদুঘর দেখে অভিভূত হন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: