শিরোনাম

South east bank ad

রাঙ্গামাটির বনরুপা ও সমতাঘাটে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৪:৩৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাঙ্গামাটির বনরুপা ও সমতাঘাটে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত  পরিচালনা

গতকাল শনিবার রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বনরুপা বাজার ও সমতাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মাস্ক না পরার অপরাধে দুই জনকে ৩০০ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে এক হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা, হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইনে চারজনকে ৪টি মামলায় দুই হাজার টাকা, অনুমোদন না নিয়ে ওষুধ বিক্রির অপরাধে দুই হকারকে দুটি মামলায় এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এতে মোট ৯ টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: