শিরোনাম

South east bank ad

নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৬:০২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত
আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।  এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আবদুর রহমান।
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবদুর রহমান।

উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমানসহ আরও অনেকেই।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: