ময়মনসিংহে ভূমি সেবা সপ্তাহে জেলা প্রশাসনের ভার্চুয়াল সেবা

এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহে 'ভূমি সেবা সপ্তাহ ২০২১' (৬-১০ জুন) উদযাপন উপলক্ষে জুমে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে করোনা সংক্রমণ প্রতিরোধে ৬ই জুন রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জুম ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) এস এ এম রফিকুন্নবী।
এছাড়াও যুক্ত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারবৃন্দ। সভায় অন্যান্যদের মাঝে যুক্ত ছিলেন, জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ। সভায় ভূমি উন্নয়ন কর আদায়ের নিমিত্তে রেজিষ্ট্রেশন এবং অন্যান্য সেবা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।