শিরোনাম

South east bank ad

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৮:১০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে  ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
বাংলাদেশে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার মধ্যে একটি আন্দোলন হল ছয় দফা আন্দোলন। ছয় দফা বাঙালির মুক্তির সনদ হিসেবে বিবেচিত। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৬ দফা দাবি পেশ করেন। 
প্রতি বছর আজকের এই দিন ৭ই জুন বাংলাদেশে '৬ দফা দিবস' পালিত হয়ে আসছে। 
আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। 
উল্লেখ্য,  ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। আজকের এই দিনে মনু মিয়া, শফিক, শামসুল হক, মুজিবুল হকসহ মোট ১১ জন বাঙালি শহিদ হন। 

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: