South east bank ad

মাদারীপুর জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৬:২৮ অপরাহ্ন   |   জেলা পুলিশ

মাদারীপুর জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠিত

মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল ৭ জুন ২০২১ইং তারিখে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাদারীপুরের সব থানার অফিসার ইনচার্জদের মধ্যে এক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হয়েছে।

এ চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম-বার)। উক্ত সভায় মাসিক অপরাধের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সভায় মাদারীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত বছর মে মাসের ২০২১ইং-এর গুরুত্বপূর্ণ মামলাগুলোর রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। 

তদন্তের মান বাড়ানো এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের নির্দেশনা দেন। 

উক্ত সভায় পুলিশ সুপার গত মে মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরুস্কার তুলে দেন। মাসিক অপরাধ সভা শেষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল মাদারীপুর ও মাদারীপুর জেলার সব থানার অফিসার ইনচার্জদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২০২২ অর্থবছর চুক্তি সই হয়। 

এসময় মাদারীপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: