এমকেপি'র মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
কোভিট-১৯ পরিস্থিতি নিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারীতে এনজিও মানব কল্যান পরিষদ (এমকেপি) এর আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রায় পঁচিশ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
"ইনসিওরিং পিপলস পার্টিশিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমন্ট পলিসি অফ কোভিট-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ"এই প্রকল্পের আওতায় চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতা বিনিময়ই ছিল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
মিডিয়া ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এমকেপি'র প্রজেক্ট ম্যানেজার ও ক্যাম্পেইনের সভাপতি সাদেকুল ইসলাম, রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিনও প্রকল্প অফিসার মোঃ রহমত আলী।
ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ কাজী হাফিজুল ইসলাম, সদস্য মোঃ আমিনুল ইসলামও সেলিম মোর্শেদ মানিক এবং আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ম সম্পাদক রাব্বু হক প্রধান, সদস্য নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আতা, প্রচার সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, সদস্য আঃ সালাম মুর্শেদী প্রমূখ।