শিরোনাম

South east bank ad

টেকনাফে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার

 প্রকাশ: ১২ জুন ২০২১, ০৫:১৭ অপরাহ্ন   |   থানার কথা

টেকনাফে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের আটক করা ইয়াবা কারবারিকে  হাসপাতালে ভর্তি করে পাকস্থলিতে থাকা ইয়াবা  পায়ুপথ দিয়ে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়  টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ শামলাপুর ডালার মুখ এলাকায় সাইফুল ইসলাম (২২) নামের একজনকে আটক করা হয়। সাইফুলের বাবা নুরুল হোসেন। কক্সবাজারের টেকনাফ থানার ৩নং ওয়ার্ডের লম্বাবিল গ্রামের হোয়াইক্যাংয়ে বসবাস করেন। 

সাইফুল হোসেনকে মাদক বহনকারী  সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে কিছু না পাওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে আসামী স্বীকার করে যে, সে ইয়াবা গিলে ফেলেছে এবং ইয়াবা তার পাকস্থলীর ভেতর রয়েছে। 

পরে পুলিশ আসামীকে হাসপাতালে নিয়ে এক্স-রে করে। এক্স-রে রিপোর্ট এ দেখা যায় আসামীর পাকস্থলিতে  মোড়ানো পুটলির মতো কিছু রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ওষুধ খাইয়ে  তার পায়ুপথ থেকে টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ৩৬টি পুটলি বের করা হয়। 

পুটলিতে থাকা ইয়াবা গননা করে দেখা যায়, পুটলিগুলোর মধ্যে এক হাজার আটশত পিস ইয়াবা রয়েছে। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত দুইটি মোবাইল ও মাদক স্থানান্তর কাজে ব্যবহৃত একটি  সিএনজি জব্দ করা হয়। গ্রেফতার করা আসামীর দেওয়া তথ্যমতে তার নিকট ইয়াবা সরবরাহকারী অপর আসামী  নুর আহম্মেদ (২৩), যার বাবার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীও ওই একই এলাকায় বসবাস করে আসছেন। গ্রেফতার করা আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: