শিরোনাম

South east bank ad

আশুলিয়ায় তরুণিকে শ্বাসরোধে হত্যা: আসামীসহ বাবাকে আটক

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ০২:৫৮ অপরাহ্ন   |   থানার কথা

আশুলিয়ায় তরুণিকে শ্বাসরোধে হত্যা: আসামীসহ বাবাকে আটক
আশুলিয়া থানাধীন কোনাপাড়া হোহাইলবাড়ী এলাকার  লাখি আক্তার (২৪) –এর সঙ্গে  সুবন্ধী এলাকার জুয়েলের সঙ্গে বিয়ে হয়।
লাখির সঙ্গে বিয়ে হওয়ার পর জুয়েল মাদকাসক্ত হওয়ায় নিজে থেকেই লাকি আক্তারকে তালাক দেন জুয়েল।এরপর আবার লাকি আক্তারের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে দেয়া হলে জুয়েল লাকিকে পুনরায় বিয়ের জন্য বিরক্ত ও পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন ।
এরই ধারাবাহিকতায় আসামী জুয়েল তার পরিবারের সহয়োগীতায় গত মঙ্গলবার ৮ জুন ২০২১ইং তারিখে কৌশলে লাকি আক্তারকে তাদের বাড়ীতে ডেকে এনে পাশের জঙ্গলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ ফেলে রাখে। 
পরে পুলিশ অজ্ঞাত মৃতা হিসাবে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে মৃতা ব্যক্তির পরিবারের লোকজন মর্গে লাকি আক্তারকে সনাক্ত করে।
লাখি আক্তারের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আশুলিয়া থানায় মামলা করা হয়। যার মামলা নং-২৯ তাং-১০/০৬/২১ ধারা ৩০২/৩৪ রুজু করে এসআই মো. হারুন অর রশিদের ওপর তদন্তভার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আসামী জুয়েল ও তার বাবাকে গত শনিবার ১২ জুন ২০২১ইং তারিখ আটক করে আদালতে পাঠানো হয়।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: