শিরোনাম

South east bank ad

দিনাজপুরে স্বামী রাসেলের অমানুষিক নির্যাতনের শিকার নাসিমা খাতুন

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০১:২৮ পূর্বাহ্ন   |   থানার কথা

দিনাজপুরে স্বামী রাসেলের অমানুষিক নির্যাতনের শিকার নাসিমা খাতুন

দিনাজপুরে স্বামী রাসেলের হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন নাসিমা খাতুন নামে এক নারী। নির্যাতনের ফলে তার চোখ ও গালে মারাত্মক জখমের শিকার হন নাসিমা। আর এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিকার ও শাস্তির দাবি জানানো হয়। আর এই ঘটনার ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজড়ে আসে। তাৎক্ষণিকভাবে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাটি তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। 
কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধানের মাধ্যমে নাসিমার বাবা মো. আব্দুল জলিল বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত নাসিমার স্বামী শেখ রাসেল এবং তার পরিবারের তিনজন সদস্যকে আসামি করে আজ মঙ্গলবার লিখিত অভিযোগ করেন। 
যার মামলা নম্বর-০২। তারিখ ০১/০৬/২১ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩)-এর ১১(ক)/১১ (খ)/৩০ রুজু হয়। পুলিশ তাৎক্ষণিক এজহার নামীয় ৩জন আসামীকে গ্রেফতারের আগে আদালতে সোপর্দ করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নারী নির্যাতনসহ যেকোনো সামাজিক অপরাধ দমনের ব্যবস্থা গ্রহণে দিনাজপুর জেলা পুলিশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: