ভেজাল খাবার তৈরি: চার প্রতিষ্ঠানকে সাড়ে নয় লাখ জরিমানা করেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট

গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার তৈরি, মজুদ ও বিক্রি করার অপরাধে জাকিয়া আইস ক্রিমকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে। এছাড়াও আশা ফুডকে নগদ আড়াই লাখ টাকা, মিল্ড সেভেন ফুডকে নগদ আড়াই লাখ টাকা এবং অনুজ ফুড প্রোডাক্টসকে নগদ আড়াই লাখ টাকা করে মোট সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফুড প্রোডাক্টসকে সিলগালা করার হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত প্রায় ১৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।