শিরোনাম

South east bank ad

হত্যা মামলায় হাজী সেলিম ও তার ছেলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন   |   বিচার বিভাগ

হত্যা মামলায় হাজী সেলিম ও তার ছেলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক।
এসময় আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির।
দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: