শিরোনাম

South east bank ad

FIH HOCKEY MEN’S JUNIOR WORLD CUP TAMIL NADU 2025’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন   |   বিমানবাহিনী

FIH HOCKEY MEN’S JUNIOR WORLD CUP TAMIL NADU 2025’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল

আগামী ২৮ নভেম্বর ২০২৫ হতে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের তামিলনাড়ু’ তে অনুষ্ঠিতব্য `FIH HOCKEY MEN’S JUNIOR WORLD CUP TAMIL NADU 2025’ এ বাংলাদেশ  যুব হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। অদ্য ০৯ নভেম্বর ২০২৫ তারিখ, রবিবার ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন এবং MEET THE PRESS অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি  (Chief of Air Staff Air Chief Marshal  Hasan  Mahmood  Khan, BBP, OSP, GUP, nswc, psc)  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি খেলোয়াড়দের উদ্দ্যশ্যে আত্মবিশ্বাসের সাথে খেলার  মূল্যবান উপদেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ হকি ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত বিশ্বকাপে বিশ্বের মোট ২৪টি দেশ ০৬টি পুলে অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ ভারত, চীন, জাপান, কোরিয়া ও ওমান এশিয়ার প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ ‘এফ’ পুলে খেলবে। পুল ‘এফ’ এ বাংলাদেশ ছাড়াও হকির শক্তিশালী দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া রয়েছে। পুল পর্বে বাংলাদেশ যুব হকি দল ২৯ নভেম্বর ২০২৫ এ চেন্নাই এর মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়ার একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টে অংশগ্রহণসহ যুব হকি দল জুলাই হতে নভেম্বর ২০২৫ পর্যন্ত ০৫ মাসের অনুশীলন ক্যাম্পে অংশ নেয়।

BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: