আরএফএল প্লাস্টিকস লিমিটেড বাজারে আনল বাবল ফ্লো প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড বাজারে আনল আকর্ষণীয় ডিজাইন, উন্নতমানের কাঁচামালে তৈরি বাবল ফ্লো প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস।
গত শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘মানুষের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য বাজারে আনি। এক্ষেত্রে আমরা পণ্যের গুণগত মান ও কাঁচামালের পাশাপাশি ডিজাইন এবং ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকি।’
তিনি আরও বলেন, ‘পানির অপর নাম জীবন। এ পানিকে সহজলভ্য করতে ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৩ সালে আরএফএল বাজারে নিয়ে আসে শাইন ব্র্যান্ডের বাথরুম ফিটিংস। সাশ্রয়ী মূল্য ও উন্নতমানের কারণে এটি ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। শাইন প্লাটিনাম সিরিজে আমরা বাবল ফ্লো প্রযুক্তি ব্যবহার করেছি, যার মাধ্যমে ৩০-৪০ শতাংশ পানির সাশ্রয় সম্ভব হবে। তাছাড়া এসব বাথরুম ফিটিংসের আকর্ষণীয় ডিজাইন ঘরের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে তুলবে।’
বর্তমান সময়ে আরএফএল এক্সক্লুসিভ ও অনুমোদিত পরিবেশকের শোরুমে মোট ১০৩ ধরনের প্লাটিনাম সিরিজের শাইন বাথরুম ফিটিংস বাজারে পাওয়া যাচ্ছে।
আরএফএল গ্রুপের পরিচালক মো. মনিরুজ্জামান, আরএফএল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আবদুল্লাহ-আল-জুনায়েদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিপণন) দেবাশীষ সরকার, ব্র্যান্ড ম্যানেজার সাকিবুল শাহীনসহ আরএফএল প্লাস্টিকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।