South east bank ad

খাদ্য মন্ত্রণালয়-বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের নেতৃত্বাধীন জোটের মধ্যে চুক্তি সই

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ০১:৫২ অপরাহ্ন   |   ব্যাংক

খাদ্য মন্ত্রণালয়-বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের নেতৃত্বাধীন জোটের মধ্যে চুক্তি সই
বেক্সিমকো লিমিটেড, টেক মাহিন্দ্রা ও টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেডের সহযোগিতায় খাদ্য মজুদ ও বাজার পর্যবেক্ষণের জন্য অনলাইন মনিটরিং সিস্টেম তৈরিতে নেতৃত্ব দেবে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড। 
গত বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ইং তারিখ খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অন্যান্য সহায়ক অংশীদারদের উপস্থিতিতে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড ও খাদ্য অধিদপ্তরের মধ্যে এই বিষয়ক একটি চুক্তি সই হয়েছে বলে নিশ্চিত করে বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্রুপ অব কম্পানিজ বেক্সিমকো। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সব অংশীদারদের একত্রিত করে চাহিদা অনুসারে খাদ্য মজুদ ও দুর্যোগ পরবর্তী খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং যথাযথভাবে খাদ্য মজুদ নিশ্চিত করতে এই সিস্টেম গড়ে তোলা হচ্ছে। 
প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বিতরণ, বাণিজ্যিকীকরণ ও জীবিকার উন্নতিসহ খাদ্য ও পুষ্টি সুরক্ষা, টেকসই প্রবৃদ্ধি এবং জলবায়ু নির্ভরশীল খাদ্যশস্য উৎপাদনের বৈচিত্রকরণের সরকারের রোডম্যাপ অর্জন করতে এটি বিশেষ ভূমিকা রাখবে। এই প্রকল্পটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশন অর্জনের প্রতিচ্ছবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও খাদ্য অধিদপ্তরের অধীনে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রোজেক্ট’-এর অনলাইন ‘ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম’ সরবরাহ, স্থাপন ও পরিচালনার দায়িত্ব ‘বিসিএল-বেক্সিমকো-টেকএম-টিভিএনএল’ জোটকে পুরস্কৃত করে খাদ্য মন্ত্রণালয়।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
তিনি বলেন, একটি উন্নততর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমও আধুনিকায়ন ও উন্নত করা হবে। জেলা, উপজেলা ও আঞ্চলিক খাদ্য দপ্তরসহ খাদ্য গুদামগুলোকে অনলাইন মনিটরিংয়ের আওতায় এনে খাদ্য বিভাগের কর্মকাণ্ডে আরও উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
দেশজুড়ে খাদ্য মজুদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে এই প্রকল্পের অধীনে অনলাইন প্লাটফর্মটি তৈরি করা হচ্ছে। এফএসঅ্যান্ডএমএমএস সারাদেশের খাদ্য মজুদ পর্যবেক্ষণের জন্য একটি ইলেকট্রনিক মনিটরিং সিস্টেম উন্নয়ন, বাস্তবায়ন ও পরিচালনায় সহায়তা করবে। এই প্লাটফর্মটি প্রযুক্তির মাধ্যমে খাদ্য পরিবহন প্রক্রিয়া আধুনিকীকরণ, যেমন: একটি ডিজিটাল প্রক্রিয়াতে সর্বোত্তম রুট নির্বাচন করা, অ্যাপের মাধ্যমে খাদ্য যানগুলো ট্র্যাক করা, রিয়েল-টাইম পারফরম্যান্স আপডেট গ্রহণ এবং খাদ্য সঞ্চয়ের আর্দ্রতা পর্যবেক্ষণসহ অন্যান্য কার্যকারিতা প্রদর্শন করবে। 
এই প্রকল্পটি সরকারের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ, সঞ্চালন ও বিতরণে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের পরিচয় দেবে। 
বেক্সিমকো নেতৃত্বাধীন সহায়ক জোট দেশব্যাপী যোগাযোগ বজায় রাখতে এবং প্রয়োজনীয় আপটাইম এবং ব্যান্ডউইদথ নিশ্চিত করে বাংলাদেশের ৬৪টি জেলার প্রায় ১২০০ সাইটের সমস্ত ডিজি ফুড লোকেশনে ডাটা কানেক্টিভিটি নিশ্চিত করবে। এই সহায়ক জোট কৃষক, মিলার, ব্যবসায়ী, ঠিকাদার এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষ মিলিয়ে প্রায় ৩৫ হাজার অংশীদারদের সক্ষমতা বাড়াতে কাজ করবে। 
এ অনলাইন প্লাটফর্মটি দেশজুড়ে খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ড বাস্তবায়ন ও স্বয়ংক্রিয় করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম।‘
বিসিএল-বেক্সিমকো-টেকএম-টিভিএনএল’ জোটের পক্ষ থেকে বক্তব্য দেন বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের জ্যৈষ্ঠ উপদেষ্টা সামিরা জুবেরী হিমিকা। 
চুক্তি সই অনুষ্ঠানটি পরিচালনা করেন এমএফএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম শেখ।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: