ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ককে অ্যাম্বুলেন্স দিয়েছে পূবালী ব্যাংক

ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ককে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার ২৯ জুন ২০২১ইং তারিখ ঢাকার শাহবাগের বাডাস কনফারেন্স রুমে পূবালী ব্যাংকের এমডি ও সিইও শফিউল আলম খান চৌধুরী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় পূবালী ব্যাংকের এএমডি ও সিওও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের সিইও ডা. এমএ সামাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।