জয়পুরহাটে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, জয়পুরহাট শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের ম্যানেজার মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে ব্যাংক কার্যালয়ে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা। ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. কামরুজ্জামান কামরুলের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান প্রমুখ।