South east bank ad

২৫ শতাংশের বেশি মুনাফা বেড়েছে পূবালী ব্যাংকের

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ০২:০২ অপরাহ্ন   |   ব্যাংক

২৫ শতাংশের বেশি মুনাফা বেড়েছে পূবালী ব্যাংকের
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের অর্ধ-বার্ষিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমেছে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৫ শতাংশের বেশি। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য গেছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ১ হাজার ৮৫ কোটি ৪১ লাখ ২৬ হাজার ১০২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১ হাজার ১৬৮ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৭২ টাকা। সে হিসাবে চলতি হিসাব বছরের অর্ধ-বার্ষিকে কোম্পানিটির পরিচালন আয় আগের বছরের তুলনায় কমেছে ৮২ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৭০ টাকা বা ৭.০৮ শতাংশ। 
এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮৫ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৩২৭ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৪৭ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৫২০ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৭ কোটি ৭১ লাখ ২২ হাজার ৮০৭ টাকা বা ২৫.৫৫ শতাংশ। অর্ধ-বার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৮ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ৫২৩ কোটি ৩ লাখ ৪০৭ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫৩৫ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৬১৩ টাকা। সে হিসাবে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির পরিচালন আয় আগের বছরের তুলনায় কমেছে ১২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ২০৬ টাকা বা ২.৩১ শতাংশ। এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৪ কোটি ১১ লাখ ৮২ হাজার ৩৫৪ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫৯ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৮৯১ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৪ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৪৬৩ টাকা বা ৪১.৭৯ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৪ পয়সা।
প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত অপারেটিং আয় হয়েছে ২৪৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৬৯৫ টাকা।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: