এআইবিএলের করপোরেট শাখাগুলোর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) করপোরেট শাখাগুলোর ব্যবসা উন্নয়ন সভা গতকাল শনিবার ১১ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম ও আবদুল্লাহ আল মামুন। ব্যাংকের করপোরেট শাখাগুলোর ব্যবস্থাপকরা এতে অংশ নেন।