রাজধানীর নয়াপল্টনে আধুনিক ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংকের বক্স কালভার্ট রোড উপশাখা চালু

রাজধানীর নয়াপল্টনে আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ পূবালী ব্যাংক লিমিটেডের বক্স কালভার্ট রোড উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আলম খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিওও মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও কোম্পানি সচিব জাহিদ আহসান। সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার। এ সময় মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক নয়াপল্টনের বক্স কালভার্ট রোডে উপশাখা উদ্বোধন করেছে। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এ উপশাখা থেকে ব্যাংকিং সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান।