ব্যাংক খাতে অন্যতম শীর্ষ করদাতার বিশেষ সম্মাননা পেল দ্য প্রিমিয়ার ব্যাংক

২০২০-২১ অর্থবছরে ব্যাংক খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিশেষ সম্মাননা পেয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে এ সম্মাননাপত্র নেন ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম।
উক্ত অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ও সিএফও সৈয়দ আবুল হাশেম, এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী এবং কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।