বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের চুক্তি সই

এসিএসের মাধ্যমে সরকারি রাজস্ব-কর পরিশোধের লক্ষ্যে গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন ও এক্সিম ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফিরোজ হোসেন এ চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ডিএমডি শাহ্ মো. আব্দুল বারী, ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জি প্রমুখ।