পিরোজপুরের শ্রীরামকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা চালু

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের একটি উপশাখা চালু করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের খুলনা জোনাল হেড এসভিপি মজিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসপিও ও শাখা ব্যবস্থাপক (পিরোজপুর) সাব্বির আহমেদ। প্রিন্সিপাল অফিসার আব্দুল দাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীরামকাঠি উপশাখার ইনচার্জ তরিকুল ইসলাম সুমন, আওয়ামী লীগের সাবেক সভাপতি হায়দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার আলী মোল্লা প্রমুখ।