সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চ্যুয়াল কনফারেন্সে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের সকল শাখার প্রধানগণ যুক্ত ছিলেন।