South east bank ad

সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০১:৩৮ অপরাহ্ন   |   ব্যাংক

সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট এমন একটি উপযুক্ত এবং টেকসই উপায়, যার মাধ্যমে গ্রাহকরা তাদের ক্ষমতা অনুযায়ী জনকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ অনন্য উদ্যোগটি প্রথমবারের মতো প্রচলন করছে।

সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট একটি মুদারাবাভিত্তিক সঞ্চয়ী অ্যাকাউন্ট, যা সাদাকাহ (দান) সংক্রান্ত জনহিতকর কাজ সমর্থন করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এ অ্যাকাউন্ট সামগ্রিকভাবে সমাজকে টেকসই উন্নয়নের দিকে অগ্রগামী করবে। অ্যাকাউন্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ক্লায়েন্টরা এটি থেকে প্রাপ্ত মুনাফা নির্বিঘ্নে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারে। মুদারাবা পুলের অংশ হিসেবে, সম্পূর্ণরূপে শরিয়াহ্ নীতি মেনে ক্লায়েন্টদের মুনাফা গণনা এবং প্রযোজ্য কর কর্তনের পর সেই অর্থ দাতব্য অ্যাকাউন্টে স্থানান্তর হবে।

ক্লায়েন্টরা সামগ্রিকভাবে যাচাইকৃত সর্বোচ্চ ৫টি দাতব্য উন্নয়নমূলক সংগঠন নির্বাচন করতে পারবেন। এসব সংগঠন প্রতিটিই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সংযুক্ত ও সম্পর্কিত। বর্তমান অংশীদারি প্রতিষ্ঠান এবং তাদের এরিয়া অব ফোকাস হলো—

জাগো: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা, জলবায়ু বিষয়ে সচেতনতা সৃষ্টিকারী প্রোগ্রাম। ইউসিইপি বাংলাদেশ: নারী দক্ষতা উন্নয়ন। ফ্রেন্ডশি: নারী ও শিশু স্বাস্থ্য, টেকসই অর্থনৈতিক উন্নয়ন (কারিগর কর্মসংস্থান), জলবায়ু অ্যাকশন। সিআরপি বাংলাদেশ: প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সহায়তা (স্বাস্থ্যসেবা)। পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার: প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়ন।

ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় জানান, মহামারিকালে মানুষের দানশীল মনোভাব বেড়েছে, সে লক্ষ্যেই এ  অ্যাকাউন্ট।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: