বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে গুলশান বিভাগকে ছাতা দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মেট্টোপলিটন পুলিশ গুলশান বিভাগকে ছাতা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত বুধবার ০২ জুন ২০২১ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ঢাকা মেট্টোপলিটন পুলিশ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে ১৫০টি ছাতা হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ আব্দুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, গুলশান বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজনও করা হয়।