শিরোনাম

South east bank ad

গলাচিপা নদীতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন   |   কোস্ট গার্ড

গলাচিপা নদীতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড


পটুয়াখালীর গলাচিপা নদীতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দুপুরে দীর্ঘ উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার পটুয়াখালীর গলাচিপা নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ফিশিং বোট প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় বোটে থাকা দুই জেলে নিখোঁজ হন। বিষয়টি জানার পর কোস্ট গার্ড রাঙ্গাবালী ও চরমানিকা স্টেশনের সদস্যরা দ্রুত উচ্চগতির বোট নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।
 
নিহতরা হলেন—শামীম জমাদ্দার (৩৩) ও তার ছেলে মো. শিহাব হোসেন (১১)। তারা পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বাসিন্দা বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধার করা মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
BBS cable ad