জাতীয় শোক দিবস উপলক্ষে জীবন বীমা কর্পোরেশনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে গত রবিবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ মাকসুদুল হাসান খান (সাবেক সচিব)। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জহুরুল হক (অতিরিক্ত সচিব)। কর্পোরেশনের পরিচালনা বোর্ডের পরিচালকগণ, কর্পোরেশনের জেনারেল ম্যানেজারগণ এবং কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ (ভার্চুয়াল মাধ্যমে) উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ এর উপর আয়োজিত বক্তৃতা প্রতিযোগীতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদেরকে সভায় পুরস্কার প্রদান করা হয়।