জাতীয় শোক দিবসে এফবিসিসিআই এর শ্রদ্ধা জ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এফবিসিসিআই এর পক্ষ থেকে রোববার দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও মিনিস্টারের গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং ডিরেক্টরগণ ।
পরে বিকাল ৪ টায় মতিঝিলস্থহ এফবিসিসিআই এর কার্যালয় (আইকন ) সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন।