ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হাউজিংয়ের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানির সব শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপস্থিত সবাই ২০২১ সালে কোম্পানির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে করণীয় সর্ম্পকে মতামত ব্যক্ত করেন এবং ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির সাফল্য অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা দেন। সব শেষে সবার সহযোগিতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।