সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এমএ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এমএ কাদেরসহ বেজা ও ডিবিএল গ্রুপের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ কায়কাউস বলেন, ১০০টি অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন। এ প্রকল্পের বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব আরও গতিশীল হবে। বাংলাদেশের শিল্পের ধারবাহিক বিকাশে সরকার সব ধরনের অবকাঠামোগত ও নীতি সহায়তা করতে প্রস্তুত এবং তা করতে যথেষ্ট আগ্রহী। ডিবিএল গ্রুপের এ বিনিয়োগ দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দেশ এখন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমৃদ্ধির পথে। উন্নয়নের তাক লাগানো সব চমকে বাংলাদেশ এখন গোটা বিশ্বের কাছে অনন্যদৃষ্টান্ত। শিল্প-বাণিজ্যসহ সব খাতের ক্রমবর্ধমান বিকাশে দূরন্ত গতিতে ছুটে চলেছে দেশের অর্থনীতি। দেশে শিল্প-বাণিজ্যের অবদান বাড়ছে। এ খাতের বিকাশ ঘটেছে বহুগুণ। বেজা সেই বিকাশকে আরও বেশি বেগবান করতে উদ্যোগী ভূমিকা পালন করেছে। দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সে অভীষ্ট লক্ষ্যেই এগোচ্ছে।
ডিবিএল গ্রুপের এমডি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। এর পেছনে রয়েছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। সঠিক জায়গায় বিশাল বিনিয়োগ। ডিবিএল গ্রুপের লক্ষ্য এ উন্নয়নের জোয়ারে অংশ নিয়ে বাংলাদেশকে শিল্প বিপ্লবের দিকে আরও এগিয়ে নেয়া। সে লক্ষ্যেই ডিবিএল গ্রুপ ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু করেছে।