South east bank ad

মধুমতি ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের চুক্তি সই

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ০২:০০ অপরাহ্ন   |   কর্পোরেট

মধুমতি ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের চুক্তি সই
সম্প্রতি মধুমতি ব্যাংক লিমিটেড ও নেক মানি ট্রান্সফার লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। 
মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং নেক মানি ট্রান্সফারের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদার, ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ফাহমিদা সাইদ সাকী, নেক মানি ট্রান্সফারের পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন প্রমুখ।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: