আইপিওর ফান্ডে কেনা সিসিআর মেশিনে বাণিজ্যিক উৎপাদনে যাবে কপারটেক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ কন্টিনাওয়াস কাস্টিং অ্যান্ড রোলিং (সিসিআর) মেশিন কিনেছে আইপিওর ফান্ড দিয়ে। ইতোমধ্যে মেশিনটি স্থাপন করা হয়েছে। এখন কোম্পানিটি নতুন মেশিন দিয়ে খুব দ্রুত বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, কোম্পানিটি আশা করছে সিসিআর মেশিনে কোম্পানিটির বছরে প্রায় ১২’শ টন উৎপাদন হবে। বর্তামান বাজার মূল্য ৯০০ টাকা কেজি হিসাবে কোম্পানিটির উৎপাদিত পণ্যের মূল্য দাঁড়াবে ১১০ কোটি টাকা।
এর ফলে কপারটেক ইন্ডাস্ট্রিজের বছরে মোট ১৮০ কোটি টাকার টার্নওভার হবে; যা পণ্য বিক্রির ১৬০ শতাংশ প্রবৃদ্ধি।