ভার্চুয়াল মাধ্যমে ইলেকট্রিক পেমেন্ট প্রসেসিংয়ের উদ্বোধন করল সিটিব্যাংক এনএ ও মেটলাইফ

বাংলাদেশে নতুন ধরনের রিসিভেবলস হোস্ট টু হোস্ট সলিউশনের উদ্ভাবন করেছে সিটিব্যাংক এনএ ও মেটলাইফ। দেশে ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার করে ইলেকট্রনিক লেনদেন প্রসেসিংয়ের জন্য এ রকম প্লাটফর্ম এটিই প্রথম। দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।
সিটিব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি অফিসার এন রাজাশেখরন (শেখার) বলেন, বাংলাদেশে আমাদের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে স্থানীয় খাতের জন্য প্রযুক্তিগত উন্নয়ন ও অভিনব সেবার প্রচলন করা। আমাদের গ্রাহক মেটলাইফ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এ ডাইরেক্ট ডেবিট হোস্ট টু হোস্ট সলিউশন আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ বলেন, মেটলাইফের আমাদের উদ্দেশ্য থাকে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বীমার বিস্তারকে আরও সুবিধাজনক ও সমৃদ্ধ করার। গ্রাহকরা এখন পছন্দ করেন বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রিমিয়াম দিতে এবং আমাদের ১০ লাখের বেশি গ্রাহকের সুবিধার্থে আমরা আমাদের এ প্রিমিয়াম দেওয়া নানা চ্যানেল আরও উন্নত করতে নিয়োজিত।
সিটিব্যাংক এনএ বাংলাদেশের হেড অব ট্রেজারি ও ট্রেড সলিউশনস মো. মইনুল হক গ্রাহকদের জন্য বিশ্বমানের সেবা দিতে সিটিব্যাংকের একাগ্রতার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রযুক্তিগত উন্নয়নে সিটিব্যাংক অগ্রগামী ভূমিকা পালন করছে এবং ১৩ বছর ধরে এটি গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন দ্বারা সেরা করপোরেট বা ইনস্টিটিউশনাল ডিজিটাল ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে।
সিটিব্যাংকের পরিচালক ও হেড অব ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেটস ও অ্যাডভাইজরি শামস জামান বলেন, সর্বাধুনিক প্রাতিষ্ঠানিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিতে সিটিব্যাংক অনন্য এবং এ সেবার যাত্রা শুরুও মেটলাইফের সঙ্গে। আমরা আনন্দিত যে আমরা এ মাইলফলক অর্জন করতে পেরেছি। আর এটি সম্ভব হয়েছে আমাদের প্রতি মেটলাইফের আস্থা আর আমাদের ডাটা ড্রিভেন কার্যপদ্ধতির জন্য।