South east bank ad

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সঙ্গে বিজিএমইএর নেতাদের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮ অপরাহ্ন   |   কর্পোরেট

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সঙ্গে বিজিএমইএর নেতাদের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএর নেতারা। গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর ভ্যাট কমিশনারেটের কার্যালয়ের সম্মেলন কক্ষ সৈকতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এএম শফিউল করিম (খোকন), মিরাজ-ই-মোস্তফা (কায়সার), বিজিএমইএর কাস্টমসবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ, ট্যাক্স ও ভ্যাটবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক পরিচালক সাইফ উল্ল্যাহ মনসুর, ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার শহিনুল কবির পাভেল প্রমুখ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: