South east bank ad

আইপিডিসি অগ্রজের ২৪তম পর্বে ব্যাংকিংয়ের ইতিহাস শোনালেন ড. সালেহ উদ্দিন আহমেদ

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫ অপরাহ্ন   |   কর্পোরেট

আইপিডিসি অগ্রজের ২৪তম পর্বে ব্যাংকিংয়ের ইতিহাস শোনালেন ড. সালেহ উদ্দিন আহমেদ
আইপিডিসি ফাইন্যান্সের অনলাইন আয়োজন ‘অগ্রজ’-এর ২৪তম পর্বে বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম অগ্রপথিক ড. সালেহউদ্দিন আহমেদ শোনালেন তার গৌরবময় পথচলার নানা উপাখ্যান। কেন্দ্রীয় ব্যাংকের এ সাবেক গভর্নর বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ।

দেশ ও দেশের বাইরে পল্লী উন্নয়ন নিয়ে কাজ করা ড. সালেহউদ্দিন আহমেদ বর্তমানে সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অধিষ্ঠিত হন। বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে ২০০৯ সাল পর্যন্ত চার বছর দায়িত্ব পালন করেছেন। আইপিডিসির মঞ্চে মনোজ্ঞ আড্ডায় দর্শকদের তিনি শোনালেন সেই বর্ণিল অভিজ্ঞতার কথা। ‘সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (সিআইআরডিএপি) মতো পল্লী উন্নয়নবিষয়ক দেশ ও দেশের বাইরের নানা সংস্থায় অনস্বীকার্য ভূমিকা রেখেছেন ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর দীর্ঘদিন কাজ করেছেন প্রধানমন্ত্রীর অফিসে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক পদে।

সুদীর্ঘ কর্মজীবনে নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থনীতিতে অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি ‘নওয়াব স্যার সলিমুল্লাহ গোল্ড মেডেল’-এ ভূষিত হন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: