South east bank ad

মেরী স্টোপস বাংলাদেশ : কান্ট্রি ডিরেক্টর হিসেবে কিশওয়ার ইমদাদের যোগদান

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭ অপরাহ্ন   |   কর্পোরেট

মেরী স্টোপস বাংলাদেশ : কান্ট্রি ডিরেক্টর হিসেবে কিশওয়ার ইমদাদের যোগদান
মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন কিশওয়ার ইমদাদ। মেরী স্টোপসে যোগ দেওয়ার আগে তিনি সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক হেলথ সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

কিশওয়ার ইমদাদ হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতাসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে করপোরেট সেক্টরে অবদান রেখে আসছেন। 
তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ও ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 
পরে কানাডার জর্জ ব্রাউন কলেজ থেকে বিজনেস মার্কেটিং অ্যানালাইসিসে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কাজ করেছেন নেসলে, ইতোচু করপোরেশন, ওরাসকম টেলিকম, অ্যাপোলো হাসপাতালসহ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক কোম্পানিতে। পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদপত্র ও বিজনেস ম্যাগাজিনে নিয়মিত কলাম লেখেন। ভ্রমণ, ব্যবসা এবং বিবিধ বিষয়ে লেখা তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: