এসিআই মোটরসের সোনালীকা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন

কৃষি যান্ত্রিকীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ২০০৭ সাল থেকে ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেডের তৈরি বিশ্ববিখ্যাত সোনালীকা ব্র্যান্ডের ট্রাক্টর বিপণনের মাধ্যমে যাত্রা শুরু করে এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড।
প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতি বছর এসিআই মোটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প সোনালীকা ডে আয়োজন করে। সম্প্রতি এ আয়োজনের উদ্বোধন করা হয়। দুই মাসব্যাপী এ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে সোনালীকা ট্রাক্টরের জন্য সার্ভিস দেওয়া, মতবিনিময় সভা, কৃষি উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।