বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিনদের প্রতি আহ্বান বিজিএমইএ সভাপতির

মার্কিন ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বাংলাদেশের আকর্ষণীয় ও বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।
ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের ৩০ জনেরও বেশি সিনিয়র এক্সিকিউটিভ নিয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরনের সহসভাপতি (বিজনেস ডেভেলপমেন্ট) ও কাউন্সিলের পরিচালনা পর্ষদের সভাপতি জে আর, প্রায়র ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল ইনিশিয়েটিভসের সিনিয়র সহসভাপতি নিশা বিসওয়াল।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।