সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ হুয়াওয়ের

নাটোরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন, সিংড়া উপজেলার ইউএনও এমএম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জান্নাতুল ফেরদৌস, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রণজিৎ কুমার প্রমুখ।
বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের দায়িত্বে নিয়োজিত করা হয় পল্লীশ্রী উন্নয়ন সংস্থাকে। ত্রাণ হিসেবে দুই হাজার পরিবারের মধ্যে ভাত, লাল মসুর ডাল, আলু, লবণ, চিনি, খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়।