South east bank ad

বিপিসির সঙ্গে ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তি সিভিও পেট্রোকেমিক্যালের

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ অপরাহ্ন   |   কর্পোরেট

বিপিসির সঙ্গে ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তি সিভিও পেট্রোকেমিক্যালের
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তি করেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। 

ওই চুক্তি অনুযায়ী ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড কাঁচামাল হিসেবে ন্যাপথা সংগ্রহ করবে। আমেরিকান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই কাঁচামাল ন্যাপথা থেকে বিএসটিআই মানদণ্ড অনুযায়ী পরিশোধনের মাধ্যমে উন্নতমানের সলভেন্ট উৎপাদন করবে সিভিও পেট্রোকেমিক্যাল। এক্ষেত্রে চট্টগ্রামে বায়জিদে অবস্থিত কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট অপরিবর্তিত রাখা হবে।

এর মাধ্যমে বাংলাদেশের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট শিল্পের মধ্যে একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ন্যাপথা বরাদ্দের অনুমোদ পেল সিভিও পেট্রোকেমিক্যাল। কাঁচামাল হিসেবে ন্যাপথা থেকে উৎপাদিত সলভেন্ট বিপিসির কাছেই বিক্রি করা হবে।

বিপিসির তথ্য অনুযায়ী, ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তিটি পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়েছে। উক্ত চুক্তিতে বিপিসির পক্ষে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোস্তফা কুদরুত-ই-ইলাহী এবং সিভিওর পক্ষে কোম্পানির পরিচালক মো. এমরানুল হক সই করেন। এর আগে গত ২৫ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (পত্র নং: ২৮.০০.০০০০.০২৭.৪২.০০২.২০.১২৫) মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের অনুকূলে ন্যাপথা বরাদ্দের অনুমোদন দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) সৈয়দ মেহ্দী হাসান, উপমহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) জাহিদ হোসাইন, উপমহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ উপস্থিত ছিলেন। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব খাজা মঈন উদ্দীন হোসেন ও ব্যবস্থাপক (হিসাব) মো. ফারুক ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: