South east bank ad

সস্তাপুরে স্বপ্নের নতুন আউটলেট

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪০ অপরাহ্ন   |   কর্পোরেট

সস্তাপুরে স্বপ্নের নতুন আউটলেট
সম্প্রতি নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরে নিজেদের আউটলেট উদ্বোধন করেছে রিটেইল চেইন শপ স্বপ্ন। ঠিকানা: রোড ৪,  লেন ১, দক্ষিণ সস্তাপুর (বায়তুল আকসা মসজিদের বিপরীত পাশে), ফতুল্লা, নারায়ণগঞ্জ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আ. রাজ্জাক, মো. বাবুল মিয়া, রফিকুল ইসলাম, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম প্রমুখ। 
স্বপ্নের রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে বাজার করার জন্য দক্ষিণ সস্তাপুরের মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। এছাড়া গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: