South east bank ad

সয়াবিন মিলের মূল্যবৃদ্ধি : রফতানি বন্ধের দাবি খামার মালিকদের

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ অপরাহ্ন   |   কর্পোরেট

সয়াবিন মিলের মূল্যবৃদ্ধি : রফতানি বন্ধের দাবি খামার মালিকদের
দাম বাড়ার কারণে খামারিদের লোকসান এড়াতে ও ভোক্তাস্বার্থ রক্ষায় সয়াবিন মিল রফতানি বন্ধের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিশ ফার্মারস অ্যাসোসিয়েশনসহ দেশের খামার মালিক সমিতির নেতারা এ দাবি জানিয়েছেন। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে গতকাল সোমবার এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান বলেন, ফিডের দাম বাড়লে খামারিদের উৎপাদন খরচ বাড়বে। অন্যদিকে খরচের বিপরীতে পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় বড় অংকের লোকসানের মুখে পড়তে হবে খামারিদের। দেশের মানুষের স্বার্থে শূন্য শুল্ক সুবিধায় আনা সেই সয়াবিন সিড থেকে উৎপাদিত সয়াবিন মিলই এখন তিন থেকে চারটি সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মুনাফার স্বার্থে রফতানি করছে।


স্থানীয় সয়াবিন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন মিলের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এরই মধ্যে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। এ অবস্থায় সয়াবিন মিল রফতানি বন্ধে দ্রুত ঘোষণা দেওয়া দরকার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: